বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মানববন্ধন থেকে তুলে নিয়ে দুই ছাত্রকে হাতুড়ি পেটা

কাছাকাছি থেকেও সময়মতো পৌঁছাল না পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের সামনে ধর্ষণবিরোধী মানববন্ধন থেকে তুলে নিয়ে দুই শিক্ষার্থীকে হাতুড়ি পেটা করা হয়েছে। লঞ্চঘাটের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে ঘাট কর্তৃপক্ষের লোকজন এ ঘটনা ঘটায়। ফতুল্লা মডেল থানার মাত্র ৩০০ থেকে ৪০০ গজ দূরে সংঘটিত এ  ঘটনায় তাৎক্ষণিক অভিযোগ করা হয়েছিল পুলিশকে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করায় আহতদের সঠিক সময় উদ্ধার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। হাতুড়ি পেটায় আহতরা হলেন-ঢাকা টিএন্ডটি কলেজের মিলন ও বন্দর কদম রসূল কলেজের মাসুম। গতকাল বিকালের এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা দেশে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন হত্যার বিচার দাবিতে গতকাল ফতুল্লার সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিল। সেখানে গিয়ে সংহতি প্রকাশ করে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সামিউন সিনহা ও  ইমরান হোসেন শুভ। এছাড়া ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি ওবায়েদউল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, যুগান্তর স্বজন সমাবেশের জাহাঙ্গীর ডালিমও বক্তব্য রাখেন। মানববন্ধন চলাকালে ফতুল্লা লঞ্চঘাটের সামনে গাড়ি না রাখতে অনুরোধ করে শিক্ষার্থীরা। ওই সময় তর্ক বেধে গেলে ঘাটের পাহারা দেওয়া মুন্না বাহিনীর নেতৃত্বে নিহাদ, হৃদয়, তানভীরসহ তাদের অনুগামীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে মিলন ও মাসুম নামে দুজনকে তুলে নিয়ে যায়। দুই শিক্ষার্থীকে বেধড়ক হাতুড়ি পেটায় গুরুতর আহত করে হাত পা ভেঙে দেয়। হাতুড়ি পেটায় মিলনের দুহাত ও মাসুমের দুপা ভেঙেছে। ওই সময় ঘটনাস্থল থেকে মাত্র ৩০০ গজ দূরে থানায় দৌড়ে গিয়ে খবর দেয় শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ বিলম্ব করায় মারধর করে হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। মানববন্ধনে অংশ নেওয়া জেলা ছাত্রলীগ নেতা শুভ জানান, তর্কাতর্কির এক পর্যায়ে আমি গিয়ে হাজির হই। ওই সময় হামলাকারীরা দুই শিক্ষার্থীকে চড় মারে। আমি সমাধান করতে গেলে আমার ওপরও হামলা চালিয়ে দুজনকে তুলে নিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, লঞ্চঘাটের সামনে দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর