বুধবার, ৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট বারে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক

নারী সদস্যদের সুরক্ষায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন চেয়ে চিঠি দিয়েছেন এক আইনজীবী। গতকাল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বরাবরে এ চিঠি দেন আইনজীবী ইশরাত হাসান।

চিঠিতে বলা হয়, ২০০৯ সালের ১৫ এপ্রিল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন (বর্তমানে প্রধান বিচারপতি) ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর (প্রয়াত) হাই কোর্ট বেঞ্চ এক রিট আবেদনে (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বনাম বাংলাদেশ সরকার) রায় দেন। ওই রায়ে প্রতিটি কর্মস্থলে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নারী সদস্যদের সুরক্ষায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যৌন নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন হওয়া একান্ত আবশ্যক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর