বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
চট্টগ্রাম সিটি করপোরেশন

উন্নয়নে বাধা সেবা সংস্থার সমন্বয়হীনতা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নগর উন্নয়নের প্রধান সংস্থা। ফলে নগর উন্নয়নকাজে সমন্বয়ের দায়িত্বও চসিকের। কিন্তু উন্নয়নকাজের সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলোর আশানুরূপ সহযোগিতা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ কারণে বিলম্বিত হয় বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়ন, ভোগান্তিতে পড়ে নগরবাসী, ব্যয় বাড়ে প্রকল্পের। ফলে উন্নয়নে বাধা হয়ে আছে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও অবহেলা। চট্টগ্রামে উন্নয়নকাজে এমন সমন্বয়হীনতার মুখে আজ সার্কিট হাউসে হবে ‘কর্ণফুলী নদীর নাব্য বৃদ্ধি, দখল ও দূষণ রোধে প্রণীত মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন, চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা নিরসন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়নসংক্রান্ত’ শীর্ষক আলোচনা সভা। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় ২৪টি সেবা সংস্থার প্রধানকে উপস্থিত থাকতে চিঠি দেওয়া হয়েছে। সভায় নগর উন্নয়নে সেবা সংস্থাগুলোর সমন্বয়ের বিষয়টি গুরুত্ব দেওয়া হবে বলে জানা যায়। চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, অনেক সময় সমন্বয়ের অভাবে উন্নয়নকাজ যথাসময়ে শেষ করা যায় না। তাই আজ মন্ত্রীর উপস্থিতিতে সেবা সংস্থাগুলোর সঙ্গে সভার আয়োজন করা হয়েছে।

জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ‘সিটি করপোরেশনের সঙ্গে সেবা প্রদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দফতরের সমন্বয় করতে একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছিল, ‘সিটি করপোরেশনের অধিক্ষেত্রে সরকারি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য দফতরের প্রধানরা সিটি করপোরেশনের আমন্ত্রণে সভায় যোগদান করে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন এবং বাস্তবায়ন অগ্রগতি সিটি করপোরেশনকে অবহিত করবেন।’ ২০১৬ সালের ৩ আগস্ট ও ২০১৭ সালের ২৩ মে চসিকে দুটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। কিন্তু দুটি সভাতেই সেবা সংস্থাগুলোর আশানুরূপ সাড়া মেলেনি বলে অভিযোগ চসিকের। পরে সেবা সংস্থাগুলোর এমন উদাসীনতার চিত্র তুলে ধরে সাবেক মেয়র স্থানীয় সরকার মন্ত্রীকে একটি উপানুষ্ঠানিক পত্র (ডিও পত্র) দেন। ওই পত্রে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর দফতরের জারিকৃত পরিপত্রের আলোকে চট্টগ্রাম সিটি করপোরেশন নিয়মিত সমন্বয় সভার আয়োজন করেছে। সভায় সব উন্নয়নকাজে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয়ে বারবার সিদ্ধান্ত গৃহীত হলেও বাস্তবে কোনো সংস্থাই কার্যকর সমন্বয়পূর্বক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর