বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খুলনায় ক্ষোভে ফুঁসছেন ক্যাবল অপারেটররা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

অবৈধ ক্যাবল অপারেটরদের দৌরাত্ম্য, স্টার গ্রুপের চ্যানেল সম্প্রচার বন্ধ, পেশি শক্তির হস্তক্ষেপসহ নানা বিষয়ে ক্ষোভে ফুঁসছেন খুলনার ক্যাবল অপারেটররা। অবিলম্বে এ সমস্যার সমাধান না হলে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশনের (কোয়াব) পক্ষ থেকে সারা দেশে পে-চ্যানেল বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল খুলনায় ক্যাবল ব্যবসার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। খুলনা ভিশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবু সাঈদ মল্লিক। বক্তৃতা করেন কোয়াবের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন হোসেন, কোয়াব নেতা এ বি এম সাইফুল ইসলাম। সারা দেশের দুই শতাধিক ক্যাবল অপারেটর এ মতবিনিময় সভায় অংশ নেন। খুলনা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির সাইফুল ইসলাম জানান, খুলনা ভিশন’র কাছে বিপুল পরিমাণ পাওনার কথা জানিয়ে ডিস্ট্রিবিউটর যাদু ভিশন লিমিটেড স্টার গ্রুপের চ্যানেল সম্প্রচার বন্ধ করে দিয়েছে। তিনি বলেন, বিপুল পরিমাণ পাওনার দাবি সঠিক নয়। মূলত যাদু ভিশনের চ্যানেল নিয়ন্ত্রণের ব্যর্থতায় ক্ষতিগ্রস্ত হওয়ায় দুই মাসের বিল পরিশোধ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাবল অপারেটররা জানান, অনেক চ্যানেলই সরকারের অনুমোদন ছাড়া সম্প্রচার করা হচ্ছে। কিন্তু মিথ্যা অজুহাতে ডিস্ট্রিবিউটর ১৭ দিন ধরে খুলনা ভিশনে স্টার পে-চ্যানেল বন্ধ রেখেছে। উস্কানি দিয়ে দর্শক ও অপারেটরদের মধ্যে দ্ব›দ্ব তৈরি করা হচ্ছে।

খুলনা ভিশনের পরিচালক হায়দার আলী খোকন বলেন, বিভিন্ন স্থানে নন ক্যাবল অপারেটর তৈরি করা হচ্ছে, তারা বৈধ ক্যাবল অপারেটরদের নেটওয়ার্ক দখল করে নিচ্ছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজশাহী, খুলনা ও নওগাঁয় স্টার গ্রুপের চ্যানেল বন্ধ করা হয়েছে। কোয়াবের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন হোসেন বলেন, ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসন বন্ধ করতে হবে। আগামী এক মাসের মধ্যে এসব সমস্যার সমাধান না হলে সারা দেশে পে-চ্যানেল বন্ধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর