বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হোটেল ব্যবসায়ী হত্যা নিয়ে অন্ধকারে পুলিশ

উদ্ধার হয়নি সেই মোবাইলফোন

নাজমুল হুদা, সাভার (ঢাকা)

আলোচিত হোটেল ব্যবসায়ী মোসলেম হত্যার ক্লু উদঘাটন করতে পারেনি পুলিশ। যে মোবাইল ফোন দিয়ে নিহতের মৃত্যুর তথ্য তার স্ত্রীকে জানানো হয়েছিল সেটিও উদ্ধার হয়নি। সেটি উদ্ধার হলে হত্যার রহস্য উদঘাটন সহজ হবে বলে ধারণা অপরাধ বিশেষজ্ঞদের। যার পরিপ্রেক্ষিতে পুলিশ অন্ধকারে রয়েছে। এদিকে লাশ যে স্থানে পাওয়া  গেছে সে স্থান সরজমিনে পরিদর্শন ও বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে পুলিশ। অনেককে জিজ্ঞাসাবাদ ছাড়াও সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি করা হচ্ছে। এদিকে রাজধানীর শের-ই বাংলা মেডিকেলের মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন শেষে বিভিন্ন আলামত ভিসেরা পরীক্ষার জন্য ঢাকার প্রধান রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া  গেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এবিষয়ে সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সবুর খান বলেন, হোটেল ব্যবসায়ীকে হত্যার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। নিহতের মোবাইল ফোন উদ্ধারের জোর চেষ্টা চলছে। খুনি যেই হোক তাদেরকে গ্রেফতার করা হবে। নিহত হোটেল ব্যবসায়ীর স্ত্রী হাফিজা বেগম জানান, সোমবার রাতে তার স্বামী আশুলিয়ার এক বন্ধুর সঙ্গে দেখা করতে মিরপুরের বাসা থেকে বের হন।

 পরে রাত ১২ টার দিকে তার স্বামীর মোবাইল ফোন দিয়ে এক ব্যক্তি তাকে জানান, তার স্বামীকে হত্যা করা হয়েছে। লাশটি  হেমায়েতপুর-আমিনবাজারের মাঝামাঝি কোনো এক স্থানে পাওয়া যাবে। খুঁজে যেন লাশটি নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তার স্বামীর মোবাইল  ফোন বন্ধ পাওয়া যায়। নিহত মোসলেম লস্কর (৪২) নড়াইল জেলার নড়াগাতি থানার মোসলেম লস্করে ছেলে। তার ঢাকার মিরপুর চিড়িয়াখানার সামনে রুবিনা নামে একটি হোটেল রয়েছে। এছাড়া তিনি নড়াগাতি থানা বঙ্গববন্ধু সৈনিক লীগের সভাপতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর