বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

উপযুক্ত বিচার হোক আমরাও চাই

-প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

খালাস দেওয়া রায়ের বিষয়ে যে রকম সংবাদ প্রকাশিত হয়, একইভাবে যেসব মামলায় মৃত্যুদন্ড বহাল থাকে সেসব মামলার সংবাদও প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেন।

গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ল’ রিপোর্টার্স ফোরাম আয়োজিত প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্মরণে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেন এ কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, এখন সারা দেশে নারীদের ওপর এত নির্যাতন যে সরকার পর্যন্ত বিব্রত। সরকারের মন্ত্রী পর্যন্ত বলেছেন আমরা ক্ষমতায়, আমরা এটার দায় এড়াতে পারি না। আমরা জুডিশিয়ারিতে আছি, আমরাও চাই উপযুক্ত বিচার হোক।

ফোরামের সভাপতি মাশহুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় স্মৃতিচারণ করেন বিশেষ অতিথি আইনমন্ত্রী আনিসুল হক, বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, হাই কোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন ও  সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, আইনজীবী কে এম সাইফুদ্দিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সহ সভাপতি শামীমা আক্তার, সাবেক সভাপতি আশুতোষ সরকার ও অ্যাটর্নি জেনারেলের ছেলে সুমন মাহবুব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর