বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অনলাইনে আয়কর রিটার্ন জমা বন্ধ রেখেছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২০-২১ করবর্ষে ব্যক্তি-শ্রেণির করদাতারা অনলাইনে আয়কর বিবরণী দাখিল বা রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। সংস্থাটির অনলাইনে রিটার্ন জমার লিংকটি বন্ধ। কয়েক মাস ধরে অনেক করদাতা চেষ্টা করেও লিংকটিতে ঢুকতে পারেননি। ফলে অনলাইনে কর দিতে ইচ্ছুক করদাতারা বিপাকে পড়েছেন। লিংক আবার চালু হওয়ার ব্যাপারে অনিশ্চয়তা রয়েছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, প্রতি বছর আয়কর বিবরণী জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

এ প্রসঙ্গে এনবিআর সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) হাফিজ আহমেদ মুর্শেদ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার আর কেউ অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন না। এর কারণ তুলে ধরে এই কর্মকর্তা বলেন, ভিয়েতনামের এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশন নামের একটি সফটওয়্যার প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সফটওয়্যারটি তৈরি করেছিল। কিন্তু তাদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনলাইনে রিটার্ন জমার লিংকটি বন্ধ রয়েছে। তাই করদাতারা রিটার্ন দিতে পারছেন না। করদাতারা আবার কবে এই সুযোগটি পাবেন, তাও নিশ্চিত করে বলতে পারছে না এনবিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর