শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মহাসড়কে বিপজ্জনক বাঁক লিংক রোডে বাড়ছে দুর্ঘটনা

জিরোপয়েন্টে ঝুঁকি এড়াতে ‘রোড ডিভাইডার’

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনায় মহাসড়কে গতিসীমা না মানা, মহাসড়কের সঙ্গে সংযুক্ত চার শতাধিক লিংক রোডে বিপজ্জনক বাঁক ও চালকের অসচেতনতায় দুর্ঘটনা বাড়ছে। এরই মধ্যে খুলনা-চুকনগর-সাতক্ষীরা ও খুলনা-যশোর মহাসড়কের বিপজ্জনক বাঁক চিহ্নিত করে গতি নিরোধক তৈরি ও সতর্কীকরণ সাইনবোর্ড টানানো হয়েছে। এ ছাড়া খুলনার জিরোপয়েন্টে দুর্ঘটনা এড়াতে রোড ডিভাইডার (সড়ক বিভাজন) নির্মাণ করা হচ্ছে। জানা যায়, গতকাল খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাজার এলাকায় বাস ও মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়। দুর্ঘটনায় আহত আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, মহিলা কলেজের পাশে বিপজ্জনক বাঁকে মাহেন্দ্রটি হাইওয়েতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। বাঁকের আড়ালে থাকা চলন্ত বাসের সামনে হঠাৎ করেই মাহেন্দ্র চলে আসলে দুর্ঘটনা ঘটে। এতে মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম ও যাত্রী মিজানুর রহমান মারা যান। নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা নগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব জানান, খুলনায় মহাসড়কের সঙ্গে সংযুক্ত চার শতাধিক সাইড রোড বা পকেট রোড রয়েছে। এসব রোড দিয়ে ছোট-বড় যানবাহন যখন মহাসড়কে আসে তখন গতি নিয়ন্ত্রণের অভাবে দুর্ঘটনা ঘটে। জানা যায়, গত তিন মাসে খুলনায় ছোট বড় ১২৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর অধিকাংশই হয়েছে চালকের বেপরোয়া গতি, বিপজ্জনক স্থানগুলোতে ওভারটেক ও মহাসড়কে কম গতির অটোরিকশা, মাহেন্দ্র, নসিমন, করিমন চলার কারণে। অভিযোগ রয়েছে, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতি না থাকা মোটরযান মহাসড়কে চলাচল করতে পারবে না, এমন বিধিমালা থাকলেও এসব দেখার ক্ষেত্রে পুলিশ নীরব ভূমিকা পালন করে।

এদিকে খুলনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান জানান, খুলনা-চুকনগর-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া কাঁঠালতলা, বানিয়াখালী মোড়সহ বিপজ্জনক বাঁকে সতর্কীকরণ বার্তাসংবলিত বিভিন্ন সাংকেতিক চিহ্ন দেওয়া হয়েছে। তবে বিভিন্ন স্থানে সংযুক্ত লিংক রোডে প্রতিবন্ধকতা না থাকায় সরাসরি যানবাহন মহাসড়কে চলে আসায় ঝুঁকি বাড়ছে। সওজ’র নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ বলেন, চালকদের অসচেতনতা ও সড়কে এলোমেলো গাড়ি চলাচলেও দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, ঝুঁকি এড়াতে খুলনার জিরোপয়েন্টে রূপসা ব্রিজের দিকে যেতে মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিপজ্জনক স্থানগুলোতে সড়কের প্রশস্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর