শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সপ্তাহজুড়েই দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহজুড়েই দরপতন শেয়ারবাজারে

সপ্তাহের শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের পাঁচ দিনের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হলো। এই তিন দিন দরপতনে সূচক কমেছে ৮০ পয়েন্ট। দুই দিন বাজার ঊর্ধ্বমুখী থাকলে সূচক বেড়েছিল মাত্র ৮ পয়েন্ট। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমে ৪ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে অংশ নেওয়া ১০৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ২০২টির এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭৯৪ কোটি ৮১ লাখ টাকা। বুধবার লেনদেন হয় ৮৮৮ কোটি ৭০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৩৯ টাকা ৪০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ২১ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ২০ কোটি ৬০ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ইন্স্যুরেন্স। এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন, রিপাবলিক ইন্স্যুরেন্স, কাট্টলি টেক্সটাইল, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৩ পয়েন্ট। লেনদেন হয়েছে ২০ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৯টির দাম বেড়েছে। কমেছে ১৫৬টির এবং ৪০টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর