শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী নির্যাতন ও ধর্ষণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্ষকদের  কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনায় কঠোর আইন প্রণয়ন ও তার বাস্তবায়নের পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সংসদ ভবনের শপথ কক্ষে গতকাল এক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো ও ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টর্কেলসন প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাল্যবিবাহ রোধ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ উপকমিটির সদস্য আরমা দত্ত।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি, স্থায়ী কমিটির দুই সভাপতি আ স ম ফিরোজ ও আবদুল মতিন খসরু, শিরিন আখতার, রুমানা আলী, ফখরুল ইমাম, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক। এসপিসিপিডি-প্রকল্পের প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ স্বাগত বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর