শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গৃহবধূর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়

টাঙ্গাইলে লম্পটের কীর্তি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ছবি উঠিয়ে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়েছে। মঞ্জুর রহমান (২৬) নামের এক লম্পট এ কান্ড করে ওই গৃহবধূর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে গৃহবধূ ওই লম্পটের বিরুদ্ধে টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে মামলা দায়ের করেছেন। প্রতারণার শিকার গৃহবধূ জানান, তার স্বামী বিদেশে থাকায় হাড়িয়া গ্রামের ইন্নছ আলীর বখাটে ছেলে মঞ্জুর রহমান তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। সে তাকে হুমকি এবং ভয়ভীতি দেখাত। একপর্যায়ে মঞ্জুর কৌশলে তার আপত্তিকর ছবি ওঠায়। পরবর্তী সময়ে সে ওইসব ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে কয়েক দফায় ৫ লাখ টাকা আদায় করে।

তারপরও সে আরও টাকা দাবি করে এবং টাকা না দিলে ওইসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।

টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে প্রবাসে থাকা স্বামীকে আপত্তিকর ভিডিও ও ছবির কথা বলে দেয় মঞ্জুর। এসব ভিডিও ও ছবি সে তার কয়েকজন আত্মীয়ের ফেসবুক ম্যাসেঞ্জারেও পাঠায়। এ অবস্থায় সন্তান নিয়ে চরম বিপাকে পড়েন তিনি। তখন তিনি গ্রাম্য মাতবরদের কাছে যান। তারা শালিস করে লম্পটকে শাস্তি দিয়েছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সে আবারও আগের মতো নানাভাবে ভয় দেখাতে থাকে। তখন তিনি বাধ্য হয়ে গত ২১ সেপ্টেম্বর প্রতারক মঞ্জুর রহমানকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। গৃহবধূ আরও অভিযোগ করেন, মামলার পর মঞ্জুর রহমান ও তার সহযোগীরা তাকে হত্যা করার হুমকি দিয়ে চলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর