শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বরিশালে নতুন পদ্ধতির পানির ফিল্টার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

হেল্প দ্য কভিড-১৯ ফেসবুক গ্রুপের উদ্যোগে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন পদ্ধতির নিরাপদ পানির ফিল্টার বিতরণ করা হয়েছে। গতকাল সকালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেটসহ তিনটি মূল গেটে তিনটি ফিল্টার স্থাপন করে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জসিম উদ্দিন হাওলাদার, আরএস ক্যাজুয়াল ডা. আমীরুল ইসলাম, সংগঠনের সভাপতি সঞ্জয় দাস বাবু, প্যারোটসের অ্যাডমিন জিনিয়া আফরিন উপস্থিত ছিলেন। শেরেবাংলা মেডিকেল ছাড়াও সদর হাসপাতাল, আইনজীবী সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ ফিল্টার স্থাপন করেন তারা। হেল্প দ্য কভিড-১৯ ফেসবুক গ্রুপ সভাপতি সঞ্জয় দাস বাবু ও প্যারোটস অ্যাডমিন জিনিয়া আফরিন বলেন, হাত থেকে জীবাণু সংক্রমিত হওয়ার আশঙ্কা বেশি। তাই তারা এমন একটি যন্ত্র স্থাপন করছেন যা চালাতে হাতের কোনো স্পর্শ লাগবে না।

এতে কভিড সংক্রমণের আশঙ্কাও কমবে বলে আশা তাদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর