শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কর্ণফুলীর পাড় লিজ দেওয়া হয়েছে কেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম প্রশ্ন রেখে বলেছেন, ‘কর্ণফুলী নদীর পাড় লিজ দেওয়া হয়েছে কেন। এ কর্ণফুলী নদীকে ঘিরেই বন্দরনগরী চট্টগ্রাম। সেই নদীটিই দখল-দূষণে বিপর্যস্ত।’ গতকাল সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ‘কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণরোধে প্রণীত মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন’ নিয়ে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ওয়াসিকা আয়েশা খান এমপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, নৌসচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদসহ সিডিএ, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ওয়াসার শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

তাজুল ইসলাম বলেন, চট্টগ্রাম বন্দর আমাদের গর্বের জায়গা। বন্দরের জায়গা দখল হয়ে যাচ্ছে। কর্ণফুলী নদীর পাড় লিজ দিয়ে ব্যবসা-বাণিজ্যের সুযোগ কেন দিচ্ছেন আমি জানি না। চট্টগ্রাম বাংলাদেশের ইকোনমিক হাব। সমুদ্রবন্দর গড গিফটেড। বঙ্গবন্ধু বেঁচে থাকলে ২০০০ সালেই দেশ সিঙ্গাপুর হতো। আমাদের প্রাকৃতিক সুযোগ রয়েছে। ঢাকার পাঁচটি নদী ও কর্ণফুলীর নাব্যতা ফিরিয়ে আনা, অবৈধ দখল ও দূষণ বন্ধে কাজ আমরা করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর