শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন

সহজ হচ্ছে সিএমএসএমই খাতের ঋণ নীতিমালা

নিজস্ব প্রতিবেদক

সরকার-ঘোষিত প্রণোদনা প্যাকেজে কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) জন্য বরাদ্দ রয়েছে ২০ হাজার কোটি টাকা। অথচ সরকারি ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ ঋণ বিতরণ করেছে। হতাশাজনক এ পরিস্থিতি পরিবর্তনে এ খাতের ঋণ বিতরণ নীতিমালা সহজ করা হচ্ছে। এজন্য সোনালী ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সোনালী ব্যাংক ঋণ সহজীকরণের সুপারিশ পাঠাবে বাংলাদেশ ব্যাংকে। প্রয়োজনে ঋণ বিতরণের সময়সীমা বৃদ্ধি করবে বাংলাদেশ ব্যাংক। গতকাল অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে সিএমএসএমই খাতের প্রণোদনা প্যাকেজ নিয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সরকারি সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বিডিবিএল, কৃষি ব্যাংক এবং রাকাবের এমডি উপস্থিত ছিলেন। বৈঠকসূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘সিএমএসএমই খাত যাতে প্রণোদনা প্যাকেজের সুবিধা দ্রুত পায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমরা ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর