শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ধর্ষকের গ্রেফতার দাবিতে অনশনে সেই ঢাবি শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অবিলম্বে ধর্ষণের সঙ্গে জড়িত অপরাধী ও পৃষ্ঠপোষকদের গ্রেফতার দাবিতে রাজু ভাস্কর্যে অনশনে বসেছেন কোটা আন্দোলনের নেতা হাসান আল মামুন ও নুরুল হক নূরের বিরুদ্ধে মামলাকারী ঢাবি শিক্ষার্থী ফাতেমা আক্তার বীথি। গত রাত সাড়ে ৮টায় অনশন শুরু করেন তিনি। একাত্মতা জানিয়ে তার সঙ্গে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের অন্তত ২২ জন নেত্রী। ২০ সেপ্টেম্বর রাতে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগ এনে লালবাগ থানায় মামলা করেন ফাতেমা আক্তার বীথি। এতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক (বর্তমানে সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) হাসান আল মামুনকে প্রধান ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয়জনকে আসামি করা হয়। পরদিন একই বাদী কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। তবে ১৭ দিন পার হলেও এসব মামলায় কেউ গ্রেফতার না হওয়ায় অনশনে বসেছেন বাদী ফাতেমা।

রাত ৮টার দিকে রাজু ভাস্কর্যে অবস্থান নেন তিনি। পরে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২২ নেত্রীও তার সঙ্গে একাত্মতা জানিয়ে সেখানে অবস্থান নেন। এর মধ্যে আছেন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, উপসংস্কৃতি সম্পাদক তিলোত্তমা শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি ফারজানা নিপা, কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগ সভাপতি ফরিদা পারভীন, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক জেরিন তাসনীম পূর্ণি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর