শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সক্রিয় ভূমিকা রাখতে ডিসি ইউএনওদের নির্দেশ

নারী নির্যাতন প্রতিরোধ

নিজস্ব প্রতিবেদক

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে স্থানীয়ভাবে ইউনিয়ন, উপজেলা ও জেলায় থাকা ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি’গুলোকে বর্তমান পরিস্থিতিতে নির্যাতন প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ডিসি ও ইউএনওদের কাছে চিঠিও পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৬৪ জেলার ডিসি ও ৪৯২টি উপজেলার ইউএনওদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ইউনিয়ন কমিটির নেতৃত্বে আছেন চেয়ারম্যানরা। আর উপজেলা এবং জেলায় রয়েছেন যথাক্রমে ইউএনও ও ডিসিরা। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে ডিসি-ইউএনওদের বলা হয়েছে যে, সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সত্ত্বেও আশানুরূপভাবে কমছে না। তাই এই বিষয়ে স্থানীয় কমিটিকে আরও সক্রিয় করার মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। মন্ত্রিপরিষদের নির্দেশনায় বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নারী শিশু নির্যাতনের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বহু আগে থেকেই কার্যকর আছে। অপরাধের বিচারের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধকল্পে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির আরও উদ্যোগী ভূমিকা পালন করা প্রয়োজন। ডিসি ইউএনওদের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক ও জাতীয় প্রেক্ষিত বিবেচনায় নারী ও শিশু নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটিকে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে।

এই তিনটি কমিটির কার্যক্রম জোরদার করণের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর