শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ঘাম ঝরাচ্ছেন নৌকা-ধানের শীষের প্রার্থীরা

ঢাকা-৫ আসনে উপনির্বাচন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। এখন ভোটের উত্তাপ বইতে শুরু করেছে ডেমরা যাত্রাবাড়ী এলাকায়। গত কয়েক দিন ধরে দুই প্রার্থীই ঘাম ঝরাচ্ছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আবার একে অপরকে ঘায়েল করে বক্তব্যও দিচ্ছেন। গতকালও দিনভর গণসংযোগ চালিয়েছেন প্রার্র্থীরা। তবে বাধার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। আওয়ামী লীগ : আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুল ইসলাম মনুর সমর্থনে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছে কেন্দ্রীয় কৃষক লীগ। ডেমরা বাজার সংলগ্ন বাওয়ানী স্কুলে প্রথমে পথসভা অনুষ্ঠিত হয়। পরে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করে নৌকার লিফলেট বিতরণ করেন। বিএনপি : আওয়ামী লীগ প্রার্থীকে মূর্খ হিসেবে আখ্যায়িত করে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ এক মূর্খ ও জ্ঞানহীনকে মনোনয়ন দিয়েছে, যে তার প্রতিপক্ষ প্রার্থী সম্পর্কে কোনো ধারণাই রাখে না। আমি এ এলাকার, এ মাটির সন্তান। আওয়ামী লীগের প্রার্থী এ এলাকার সন্তান না। তিনি থাকেন গেন্ডারিয়ায়। আমার নির্বাচনী অফিস এ এলাকায়। অথচ আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস অন্যের ঠিকানায়। গতকাল বেলা সাড়ে ৩টায় শনিরআখড়া এলাকার চব্বিশ ফিট থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে জিয়াস্মরণী, গ্যাস  রোড, জনতাবাগ চৌরাস্তা মোড়, জনতাবাগ জোড়াখাম্বা রোড দিয়ে রায়েরবাগ বিশ্বরোডে উঠলে পুলিশি বাধায় প্রচারণা শেষ করেন সালাহউদ্দিন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর