শিরোনাম
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যমন্ত্রীর সাবেক পিএসকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সাবেক একান্ত সচিব (পিএস) ওয়াহেদুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের সহকারী পরিচালক অনুসন্ধান কর্মকর্তা মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিসে আগামী ১৪ অক্টোবর ওয়াহেদুর রহমানকে তলব করা হয়েছে বলে কমিশনের একটি সূত্র জানিয়েছে। নোটিসে তাকে ওই দিন সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তার দফতরে হাজির হতে বলা হয়েছে। এর আগে ওয়াহেদুর রহমানকে গত ৫ অক্টোবর তলব করে নোটিস পাঠিয়েছিলেন অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম। তখন তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সময় চেয়ে অনুসন্ধান কর্মকর্তার কাছে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে তাকে ১৪ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য নতুন করে সময় দেওয়া হয়েছে।

২০১৯ সালের ৯ জানুয়ারি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের একান্ত সচিব হিসেবে নিয়োগ পান ওয়াহেদুর রহমান। এরপর গত জুনে তাকে সেখান থেকে বদলি করা হয়। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর