শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
উপনির্বাচনে বিএনপির প্রার্থী

ঢাকা-১৮ এস এম জাহাঙ্গীর সিরাজগঞ্জ-১ সেলিম রেজা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে এস এম জাহাঙ্গীর ও সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এসএম জাহাঙ্গীর জাতীয়তাবাদী যুবদল উত্তরের সভাপতি এবং সেলিম রেজা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য। গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। তিনি বলেন, এসব উপনির্বাচন জাতীয় সংসদে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল তা থেকে এই নির্বাচনের কোনো পার্থক্য নেই। একইভাবে একই কায়দায় ভোট ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। পার্থক্যটা হচ্ছে, ওই সময়ে ২৯ ডিসেম্বর ডাকাতি করা হয়েছিল ভোটের আগের রাতে। এখন এসব নির্বাচনে ভোটও হয়। ভোটারও               যায় না, ঘোষণা হয় মাত্র। আওয়ামী লীগের মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ এবং সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। গত একাদশ নির্বাচনে ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর মনোনয়ন চাইলে ওই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জেএসডি শহিদউদ্দিন মাহমুদ স্বপন মনোনয়ন পান। সিরাজগঞ্জ-১ আসনে একাদশ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। এবার তিনি মনোনয়ন ফরম তুললেও শেষ পর্যন্ত জমা দেননি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের ভোট গ্রহণ আগামী ১৫ নভেম্বর। দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ অক্টোবর। এর মধ্যে বাছাই ১৫ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহার ২২ অক্টোবর।    

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর