শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কোটি মানুষের চিকিৎসায় চট্টগ্রামে রয়েছে ২৩ শয্যা

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর ও জেলার ১৫ উপজেলার জনসংখ্যা এক কোটিরও বেশি। কিন্তু চট্টগ্রামে সরকারি-বেসরকারিভাবে মানসিক রোগের স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে দুটি। এগুলো হচ্ছে- চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। এর মধ্যে চমেক হাসপাতালে ২৩টি শয্যাসহ অন্তঃ ও বহির্বিভাগ এবং শিশু হাসপাতালে শুধু বহির্বিভাগে চিকিৎসাসেবা দেওয়া হয়। ফলে অপ্রতুল সেবায় চট্টগ্রামে মানসিক রোগে আক্রান্তরা বিপাকে পড়েন। শঙ্কায় থাকেন প্রতিনিয়ত। আক্রান্তদের করতে দৌড়াদৌড়ি। মানসিক রোগের এমন অপ্রতুল সেবা ব্যবস্থার মধ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবারের প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য অধিক বিনিয়োগ- অবাধ সুযোগ’। প্রতিপাদ্য নিয়ে মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশন (মা) ও চসিকের উদ্যোগে চসিক জেনারেল হাসপাতালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. তারিক আবেদীন বলেন, ‘সচেতনতার অভাবে মানসিক রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। যাদের অধিকাংশই তরুণ। তথ্য-প্রযুক্তির এ যুগে এসেও এখনো অনেকেই অসচেতন। অথচ সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলেই দ্রুত সুস্থ হওয়ার সুযোগ থাকে।’ চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘চট্টগ্রামে মানসিক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা অত্যন্ত অপ্রতুল। অথচ প্রতিনিয়তই এ রোগ বাড়ছে। তাই সরকারি-বেসরকারি উদ্যোগে মানসিক রোগের চিকিৎসায় সেবাকেন্দ্র গড়ে তোলা দরকার।’

মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা বলেন, ‘মানসিক রোগীর সেবা ব্যবস্থাটা বড়ই নাজুক। তবে নগরজুড়ে চসিকের অবকাঠামোগত অবস্থান তুলনামূলক ভালো। তাই এ ব্যাপারে চসিকের কাছে কিছু দাবি করে আসছি। এর মধ্যে আছে- চসিক পরিচালিত জেনারেল হাসপাতালে মানসিক স্বাস্থ্য কর্নার স্থাপন ও পর্যায়ক্রমে ওয়ার্ডভিত্তিক নগর স্বাস্থ্য কেন্দ্রসমূহে ‘মনোসামাজিক স্বাস্থ্যসেবা কর্নার’ প্রতিষ্ঠা, চসিক জেনারেল হাসপাতালে ‘মেন্টাল হেলথ কর্নার’ স্থাপন ও সমন্বিত সেবা প্রদান, মানসিক স্বাস্থ্যসেবা প্রদানে দক্ষ কাউন্সিলর-সাইকোলজিস্ট-সাইকোথেরাপিস্ট-সাইক্রিয়াটিস্ট নিয়োগ, চসিক পরিচালিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড মেডস এ মানসিক স্বাস্থ্যবিষয়ক সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্স চালু করা।’ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর