শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শুরু হলো সাংস্কৃতিক জোটের ভয়কে জয় করার নাট্যোৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শুরু হলো সাংস্কৃতিক জোটের ভয়কে জয় করার নাট্যোৎসব

‘ভয়কে জয় করে-নাটক’ স্লোগানে দনিয়া সাংস্কৃতিক জোট শুরু করেছে দুই দিনের নাট্যোৎসব। উৎসবে ৮টি নাট্যদল তাদের আটটি নাটক মঞ্চায়ন করবে। গতকাল বিকালে দনিয়া স্টুডিও থিয়েটার হলে এই উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন শারদীয় নাট্যোৎসবের প্রবক্তা চিত্তরঞ্জন দাস, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হাসান। সন্ধ্যায় মঞ্চায়ন হয় মহাকাল নাট্য সম্প্রদায় প্রযোজিত নাটক ‘শ্রাবণ ট্র্যাজেডি’র অংশবিশেষ।  এ ছাড়া একই মঞ্চে আরও মঞ্চায়ন হয় শৌখিন থিয়েটারের নাটক ‘প্রভাত ফিরে এসো’, মৈত্রী থিয়েটারের ‘চা অথবা কফি’ এবং সায়াহ্নিকা থিয়েটারের ‘বসন্তের কুটুম’ এর অংশবিশেষ। আজ শনিবার একই মঞ্চে শেষ হবে দুই দিনের এই নাট্যোৎসব। সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে কথক থিয়েটার ঢাকা প্রযোজিত নাটক ‘নিঃশ্বাস’, চন্দ্রকলা থিয়েটারের ‘শেখ সাদী’র অংশবিশেষ, নাট্যযোদ্ধার  ‘অসমাপ্ত’ এবং শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক ‘বীরাঙ্গনার বয়ান’।  বৈশ্বিক দুর্যোগ করোনার বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত পরিসরের আসন রেখে এই উৎসবের আয়োজন করেছে দনিয়া সাংস্কৃতিক জোট। উৎসব সহযোগিতায় রয়েছে দনিয়া পাঠাগার। ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর দাবি : ‘প্রশাসন ও আইনের মারপ্যাঁচে ধর্ষকরা মুক্ত হয় বলে একের পর এক ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। ধর্ষকদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয় ও প্রশ্রয় বন্ধ না হলে ধর্ষণের এই মহামারী থামবে না। অনতিবিলম্বে ধর্ষকদের            মৃত্যুদন্ড কার্যকর করতে হবে। সেই সঙ্গে পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে।’ বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বাংলাদেশ আবৃত্তি সংগঠন সমন্বয় পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব বলেন দেশের সংস্কৃতিকর্মীরা। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির সামনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, আবৃত্তিশিল্পী আহকামউল্লাহ, নাট্যাভিনেতা ঝুনা চৌধুরী প্রমুখ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর