শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ইন্টারনেট আসক্তি থেকে তরুণ সমাজকে বের করে আনতে হবে

-তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও এর ওয়েভভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসের আসক্তি থেকে আমাদের তরুণ সমাজকে বের করে আনতে হবে। তা না হলে হুমকির মুখে পড়বে এরা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম মেহেদী হাসান, সিজেকেএসের সহসভাপতি দিদারুল আলম চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস প্রমুখ। ড. হাছান মাহমুদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো ফুটবল খেলতেন। এক খেলায় বঙ্গবন্ধু নিজের বাবার ফুটবল টিমকে হারিয়ে দেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন স্কুলের ছাত্র তখন স্কুল ম্যানেজমেন্টের সভাপতি ছিলেন তাঁর বাবা শেখ লুৎফর রহমান। তখন শেখ লুৎফর রহমানের টিমের সঙ্গে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন টিমের খেলা হয়েছিল টুঙ্গিপাড়ায়। সে খেলায় বাবার টিমকে তিনি হারিয়ে দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর