শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকে থাকছে না ডাবল শিফট

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কোনো ডাবল শিফট থাকবে না। প্রয়োজনীয় অবকাঠামো থাকলেই সিঙ্গেল শিফট করে দেওয়া হবে বিদ্যালয়গুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন গতকাল প্রতিবেদককে বলেন, এ বছর সাড়ে ৫ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানে

সিঙ্গেল শিফট চালু করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে এর সংখ্যা আরও বাড়বে। পর্যায়ক্রমে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানেই সিঙ্গেল শিফট চালু করা হবে। প্রসঙ্গত, অবকাঠামো সংকটের কারণে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ডাবল শিফট চালু করেছিল সরকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর