শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হচ্ছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এমন এক প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়। গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আকরাম-আল-হোসেন গতকাল জানান, বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটি রয়েছে। দেশের মাধ্যমিক পর্যায়ের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেও দুই দিন ছুটি পাইলটিং করে ভালো ফল পাওয়া গেছে। এছাড়া দেখা গেছে, দুই দিন ছুটি থাকলেও একাডেমিক ক্যালেন্ডারের ক্লাস ঘণ্টা পূরণ করা সম্ভব। বিষয়টি নিয়ে এনসিটিবি কাজ করছে বলে জানান তিনি। জানা গেছে, দুই দিন ছুটি সংবলিত একাডেমিক কারিকুলাম চালু হবে ২০২২ শিক্ষাবর্ষ থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর