শনিবার, ১০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

হাফেজ্জি হুজুর ও আল্লামা শফী প্রেরণার উৎস

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি বলেছেন, খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জি হুজুর ও আল্লামা আহমদ শফী আমাদের প্রেরণার উৎস। তাদের অনুসরণ করে সামনে পথ এগুতে হবে। নইলে সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতন, খুন ও অপরাধ নির্মূল হবে না। হাফেজ্জি হুজুরের রাজনীতি ছিল ইসলাম প্রতিষ্ঠার। প্রচলিত রাজনীতি তিনি করেননি। আর ২০১৩ সালে আল্লামা আহমদ শফী নাস্তিক্যবাদের বিরুদ্ধে আন্দোলনের কারণে তাদের আস্ফালন বন্ধ হয়েছে। গতকাল নারায়ণগঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা      মুজিবুর রহমান হামিদী, মুফতি ওমর ফারুক সন্দিপী, নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়াল, মুফতি ইমরান কাসেমী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা এহতেরামুল হক উজানী, খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি কবির আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, মাওলানা আখতারুজ্জামান, মুশফিকুর রহমান জামালী ও মাওলানা শাহাবুদ্দিন কাসেমী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর