রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারের দীর্ঘমেয়াদি মন্দার কবলে মিউচুয়াল ফান্ড

ওয়েবিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি মন্দার কারণে মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দিতে পারে না। মিউচুয়াল ফান্ড খাতে বড় ধরনের সংস্কার প্রয়োজন। ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট  কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত এক ওয়েবিনারে বক্তারা এ কথা বলেন। গতকাল এএএমসিএমএফ ‘শেয়ারবাজার ও দেশের অর্থনীতিতে মিউচুয়াল ফান্ডের গুরুত্ব শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। এএএমসিএমএফ সভাপতি ড. হাসান ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নাফিজ আল তারিক। অনুষ্ঠান মডারেটরের দায়িত্ব পালন করেন অরুনাষ্ণু দত্ত। বক্তারা বলেন, মিউচুয়াল ফান্ডের ইমেজ সংকট আছে। মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিরূপ ধারণা তৈরি করেছে বিনিয়োগকারীদের মধ্যে। যা ক্যাপিটাল মার্কেটের জন্য মঙ্গলজনক নয়। মিউচুয়াল ফান্ডের আইনে বড় সমস্যা, নীতি নির্ধারকদের দ্রুত বড় ধরনের সংস্কার করা প্রয়োজন। এই ফান্ডের ইউনিট দর সম্পদ বিবেচনায় নির্ধারণ হওয়া উচিত। কিন্তু আমাদের এখানে বাজারভিত্তিক দর নির্ধারণ করা হয়ে থাকে। যাতে করে ১০ টাকার সম্পদের একটি ইউনিট ৪ টাকায়ও লেনদেন হয়। অথচ ওই ইউনিটের সম্পদ ১০ টাকাই রয়েছে। তারপরেও দরপতনের কারণে অনেকের ধারণা মিউচুয়াল ফান্ড ধ্বংস হয়ে গেছে। শেয়ারের মতো ইউনিটে বিনিয়োগও ঝুঁকি আছে। শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি মন্দাবস্থার কারণেই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ও এনএভিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

সর্বশেষ খবর