সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রাস্তা কাটার টাকা জমা হয়নি সরকারি কোষাগারে

সংসদীয় কমিটির ক্ষোভ, তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক

সরকারি রাস্তা কেটে বিভিন্ন সেবা সংস্থার সরবরাহ লাইন মেরামত বা বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য বাড়ির মালিকদের ‘রোড কাটিং ফি’ দিতে হয়। কিন্তু এ বাবদ আদায়কৃত টাকা জমা হচ্ছে না সরকারি কোষাগারে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের অফিস এ খাতে আদায়কৃত ৬৩ লাখ একান্ন হাজার ৭০০ টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় অডিট আপত্তি দেয়। সংসদীয় কমিটি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এবং বিষয়টি তদন্ত করে দেখার জন্য একটি সংসদীয় সাব-কমিটি গঠন করে দিয়েছে। পাশাপাশি এ বাবদ আদায়কৃত টাকা অতিদ্রুত সরকারি  কোষাগারে জমা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। সংসদ ভবনে গতকাল ‘সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব তথ্য পর্যালোচনা শেষে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী। কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মো. আবদুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম, মুস্তফা লুৎফুল্লাহ, ওয়াসিকা আয়শা খান, মো. জাহিদুর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রোড কাটিং ফি বাবদ তেষট্টি লাখ একান্ন হাজার সাত শত টাকা সরকারি কোষাগারে জমা না হওয়ায় একটি সাব-কমিটি গঠন করা হয়। একই সঙ্গে অডিট আপত্তি সংশ্লিষ্ট অনিয়ম, অবৈধতা ও বিধি-বিধান লঙ্ঘনের ফলে সৃষ্ট যে ক্ষতি সাধিত হয়েছে বা হয় তার প্রভাব ও দায়-দায়িত্ব উল্লেখপূর্বক পরবর্তী বৈঠকে কমিটিকে অবহিত করতে সুপারিশ করা হয়। এ ছাড়াও রোড কাটিং ফি বাবদ প্রাপ্ত অর্থ যা ব্যাংকে জমা আছে তা অতিদ্রুত সরকারি কোষাগারে জমা দিতে সুপারিশ করা হয়।

বৈঠকে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর