সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সেনাবাহিনী ও বিএসসিএলের মধ্যে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর আইটি পরিদফতর ও সিগন্যালস পরিদফতর এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে গতকাল ঢাকা সেনানিবাসে সেনাসদরে একটি অনলাইন অনুষ্ঠান হয়। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. সফিকুর রহমান এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ উপস্থিত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এই চুক্তির আওতায় সেনাবাহিনী এবং বিএসসিএল তাদের নিজেদের দক্ষ জনবল কাজে লাগিয়ে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে অত্যাধুনিক স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা দ্বারা উন্নত টেলিযোগাযোগ অবকাঠামো বিনির্মাণে ভূমিকা রাখবে।

 উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী একটি স্যাটেলাইট হাব স্টেশন স্থাপন এবং নয়টি অটো ট্র্যাকিং টার্মিনাল স্টেশন স্থাপনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন করেছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর