সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান প্রস্তুতি নেই

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বিশেষজ্ঞের ধারণা, আসন্ন শীত মৌসুমে করোনার প্রকোপ বেড়ে যেতে পারে। সেই ভয়াবহ পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে তা কেউ জানে না। শীত মৌসুমে করোনা পরিস্থিতি ভয়াবহ হলে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হবে বা কেমন প্রস্তুতি আছে তা দেশবাসী জানতে চায়। কারণ, শীতে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের  প্রস্তুতি নেই। বর্তমানে করোনা পরিস্থিতি সম্বন্ধে বিভ্রান্তি বিরাজ করছে।  গতকাল  জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ফেনী জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভায় এ কথা বলেন বিরোধীদলীয় এ উপনেতা।

 ফেনী জেলা আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীল শুভরায়, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, বেলাল হোসেন, মো. হেলাল উদ্দিন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মাহমুদ আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর