সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া কোনো পথ নেই : গয়েশ্বর রায়

নিজস্ব প্রতিবেদক

সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া কোনো পথ নেই : গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের বিরুদ্ধে আন্দোলন ছাড়া কোনো পথ খোলা নেই। সরকার গণতন্ত্রের ভাষা বোঝে না। মানবতাবোধ বলতে তাদের কিছু নেই। তারা পুলিশের ওপর ভর করে টিকে আছে। গতকাল রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় ঢাকা-৫-এর উপনির্বাচনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী মিছিলপূর্ব এক পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় ভোটারদের উদ্দেশে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ বলেন, ১৭ অক্টোবর ভোট কেন্দ্রে উপস্থিত থেকে আপনাদের ভোট আপনারা দেবেন। আপনাদের ভোটাধিকার আবার আমরা প্রতিষ্ঠিত করতে চাই।

ভোট আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার।

এর আগে সকাল ১১টায় পথসভা শুরু হওয়ার আগেই ঢাকা-৫-এর নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গা থেকে খ- খ- মিছিল নিয়ে পথসভায় যোগ দেন দলীয় নেতা-কর্মীরা। পথসভা শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অর্ধশত মোটরসাইকেলসহ নির্বাচনী র‌্যালিতে অংশ নেন কয়েক হাজার নেতা-কর্মী। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর