সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আইপিএল বাজি ছিনতাই নাটক অতঃপর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আইপিএল বাজি ধরে ব্যবসার মূলধন খোয়ানোর পর পাওনাদারদের হাত থেকে রক্ষা পেতে সাজান ছিনতাইয়ের নাটক। নাটক পাকাপোক্ত করতে পুলিশ কমিশনারের কাছে করেন পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের লিখিত অভিযোগ। পাওনাদারদের হাত থেকে নিজেকে রক্ষা করতে নানান পরিকল্পনা করলেও শেষ রক্ষা হয়নি ওই যুবকের। পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে উল্টো ফেঁসে গেছেন বাবলা দাশ নামে ওই যুবক। গতকাল দুপুরে বাবলাকে গ্রেফতার দেখায় নগরীর কোতোয়ালি থানা পুলিশ। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, বাবলা দাশ নামে এক মাছ বিক্রেতা আইপিএল জুয়া খেলে ব্যবসার মূলধন খোয়ান। এ ছাড়া জুয়া খেলতে আরও বিভিন্ন জনের কাছ থেকে ঋণ নেন। পাওনাদাররা টাকার জন্য চাপ প্রয়োগ করলে বাবলা টাকা ছিনতাইয়ের নাটক করেন।

 শনিবার বাবলা অভিযোগ করেন, পুলিশ এক হাতে ইয়াবা ও অন্য হাতে টাকা দিয়ে ছবি তুলে তার কাছ থেকে ১ লাখ ১৩ হাজার টাকা ছিনতাই করে। কিন্তু তার আচরণ সন্দেহজনক ও সিসিটিভির ফুটেজ দেখে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় বাবলা নিজের সাজানো নাটকের কথা স্বীকার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর