শিরোনাম
সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিশ্ববিদ্যালয় দিবসে জবিতে প্রথম হলের উদ্বোধন করা হচ্ছে

রাশেদ হোসাইন, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয়। এই অনাবাসিক থেকে এবার প্রথম আবাসিক হল চালু করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়।  ক্যাম্পাসের বিপরীত পাশে ছাত্রীদের জন্য ‘বেগম ফজিলাতুন নেছা মুজিব হল’ নামে ১৬ তলাবিশিষ্ট ১ হাজার আসনের একটি হলের নির্মাণকাজ শেষ হয়েছে। সব কাজ শেষে হলটি এখন ছাত্রীদের থাকার উপযোগী বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২০ অক্টোবর ১৫তম বিশ্ববিদ্যালয় দিবসে হলটি উদ্বোধনের কথা রয়েছে। প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. সেলিম খান জানান, ছাত্রী হলের আনুষঙ্গিক সব কাজ শেষ হয়েছে। হলে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের সুবিধা চালু করা হয়েছে। লিফটের কাজ চলমান রয়েছে। ডাইনিং আয়া নিরাপত্তারক্ষীসহ সব বিষয় চালু প্রক্রিয়াধীন রয়েছে। হলটি উদ্বোধনের জন্য পুরোপুরি প্রস্তুত আছে। ক্যাম্পাস খুললেই হলে ছাত্রী ওঠানোর আসন বিতরণ শুরু হবে।

প্রভোস্ট ড. এস এম আনোয়ারা বেগম বলেন, ‘যেহেতু আমাদের আসন সীমিত, কাজেই দরিদ্র ও মেধাবী মেয়েদের যাচাই-বাছাই করে আমরা হলে উঠাব। কিন্তু যারা অনার্স কিংবা মাস্টার্স ফাইনাল বর্ষে অধ্যয়ন করছে, এদের অগ্রাধিকার বেশি থাকবে। এদের সিট বরাদ্দ দেওয়ার পর খালি থাকলে জুনিয়ররা অগ্রাধিকার পাবে। সবকিছুই একটা নীতি অনুযায়ী চলে। এখানেও এর ব্যতিক্রম ঘটবে না। কোনো ধরনের প্রভাব খাটিয়ে হলে সিট পাওয়া যাবে না।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর