সোমবার, ১২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
রাজধানীতে মাদকবিরোধী অভিযান

অস্ত্র-গুলি-ইয়াবাসহ গ্রেফতার ৫১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএনসির এডি (ঢাকা মেট্রো-উত্তর) মো. মেহেদী হাসান জানান, গতকাল বংশাল এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।  মাদক ছাড়াও তার কাছ থেকে একটি পিস্তল, ২৯ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও ৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বংশাল থানায় মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে। রাজধানী সুপার মার্কেটে ফারুকের কাপড়ের দোকান রয়েছে। এই ব্যবসার আড়ালে তিনি অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিলেন। 

ডিএমপির ডিসি (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন জানান, শনিবার সকাল ৬টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩৩ হাজার ৫৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৩.৮ গ্রাম হেরোইন, ৪২ কেজি ৬০ গ্রাম গাঁজা, ১ হাজার ২০০ ক্যান বিয়ার ও ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে ৩১টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর