মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

অভিযুক্ত হতে পারেন ৩০ মিটার রিডার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় আগামী তিন সপ্তাহের মধ্যেই অভিযোগপত্র দেওয়া হবে। এতে ৩০ জনের বেশি লোকজনকে অভিযুক্ত করা হতে পারে। এ লক্ষ্যেই মামলার তদারক সংস্থা সিআইডি কাজ করে চলেছে। ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাছির উদ্দিন আহম্মেদ। এর আগে সকালে ডিপিডিসির বহিষ্কৃত মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করে সিআইডি।

সংবাদ সম্মেলনে নাছির উদ্দিন আহম্মেদ জানান, এ ঘটনায় মসজিদ কমিটির গাফিলতি আছে। প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তিতাস ও বিদ্যুতের সংশ্লিষ্টদের গাফিলতি আছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। তা ছাড়া তিতাসের কে ঘুষ চেয়েছিলেন সেই ব্যক্তিকেও চিহ্নিত করার কাজ চলছে। মসজিদ কমিটির গাফিলতি নিয়ে তিনি বলেন, তদন্তের স্বার্থে তাদের মধ্যে কাউকে গ্রেফতার করা হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর