মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

করোনায় আক্রান্ত মেয়র আতিক ও কারা মহাপরিদর্শক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ইসলাম কভিড-১৯ আক্রান্ত হয়েছেন। গতকাল মেয়রের এপিএস-২ রিশাদ মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন। রিশাদ মোর্শেদ নিজেও করোনা আক্রান্ত। জানা গেছে, রবিবার আতিকুল ইসলামের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রাতে করোনা পরীক্ষায় তার পজিটিভ আসে।

এ ছাড়া নতুন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। আইজি প্রিজন্স জানান, দায়িত্ব নেওয়ার পর দুই দিন তিনি অফিস করেছেন। শরীরটা একটু খারাপ থাকার কারণে করোনা পরীক্ষা করালে জানতে পারেন তিনি আক্রান্ত। সোমবার সকালে করোনা পজিটিভ রিপোর্ট পান আইজি প্রিজন্স। ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ২৩ সেপ্টেম্বর ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে কারা অধিদফতরের নতুন মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে ৮ অক্টোবর তিনি দায়িত্ব বুঝে নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর