মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে বড় দরপতন

দুই দিনে ডিএসইর সূচক কমেছে ১০৬ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনেও বড় দরপতন হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব কটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। এর মাধ্যমে চলতি সপ্তাহের দুই কার্যদিবসেই শেয়ারবাজারে বড় দরপতন হলো। গত সপ্তাহ থেকে টানা পতন চলছে। জানা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৮ পয়েন্ট কমে চার হাজার ৮০৯ পয়েন্টে নেমেছে। আগের দিন সূচকটি ৫৮ পয়েন্ট কমে। ফলে দুই দিনের টানা পতনে ডিএসইর প্রধান মূল্যসূচক কমেছে ১০৬ পয়েন্ট। সূচকের এই পতনের দিন ডিএসইতে অংশ নেওয়া ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ২৩৮টি এবং ৬০টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৭৫ কোটি ১০ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির ২২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৩৪ টাকা ৭০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৩৭ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড।

এ ছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ব্র্যাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, বিডি ফাইন্যান্স, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি এবং রূপালী ইন্স্যুরেন্স। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৩৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৬ কোটি চার লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৮৪টির এবং ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর