বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

জায়গা রেলওয়ের, দখলে ওয়াসা!

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

জায়গা রেলওয়ের, দখলে ওয়াসা!

রেলওয়ের ১০০ কোটি টাকার জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রামে রেলওয়ের প্রায় ১০০ কোটি টাকা দামের জমি দখল নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা এবং রেলওয়ে। জোর করে ওয়াসা এই জায়গায় নির্মাণকাজও শুরু করেছে। জায়গাটি রেলওয়ের দাবি করে ইতিমধ্যে ওয়াসাসহ বিভিন্ন স্থানে চিঠিও দেওয়া হয়েছে। সেই চিঠির কোনো ধরনের পাত্তা না দিয়ে অবৈধভাবে দখল করে একটি প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তবে ওই জায়গার ওপর দিয়ে ভবিষ্যতে রেললাইন পুনঃস্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে। পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) সরদার শাহাদাত আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রেলওয়ে এবং ওয়াসার মধ্যে জায়গা নিয়ে যে সমস্যা হচ্ছে সেটি নিয়ে একাধিকবার আলোচনা করা হয়েছে। তারপরও রেলের জায়গা দখলে নিয়ে ওয়াসা কাজ করছে। তিনি বলেন, স্থানীয় মন্ত্রণালয়কে এ সমস্যা সমাধানের জন্য চিঠি দেব-আপনারাও (ওয়াসা) দেন, তারা যে সিদ্ধান্ত দেবে সে সিদ্ধান্ত মেনে  নেব। তবে দুই সরকারি সংস্থা মুখোমুখি অবস্থানে থাকলে সেটি ভালো দেখায় না বলে জানান তিনি। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, ওয়াসার স্থানে রেলের কোনো জায়গা নেই। আমাদের জায়গায় প্রকল্প বাস্তবায়ন করছি। রেলওয়ের দাবিটা মিথ্যা। তবে এই জায়গাটি অনেক আগেই আমরা রেলওয়েকে ব্যবহার করতে দিয়েছিলাম। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, চট্টগ্রাম ওয়াসা রেলের ৪ একর জায়গার ওপর যে প্রকল্প নির্মাণ করছে তা হচ্ছে রেলের। এ বিষয়ে সব কাগজপত্র আমাদের কাছে রয়েছে। তারপরও ওয়াসা এই জায়গাটি নিজেদের বলে দাবি করছে। এর কোনো যুক্তি নেই। তাছাড়া ওয়াসার চলমান কাজ বন্ধ রাখতে চিঠি দেওয়া হলেও পাত্তা দেয় না তারা।

এ বিষয়ে প্রয়োজনে মন্ত্রণালয় থেকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাজ আপাতত বন্ধ রাখতেও বলা হয়েছে। রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের ফৌজদারহাট-স্টিল মিল সাইডিং লাইনের উত্তর ও মধ্য হালিশহর মৌজার ১৯৬৫-৬৬ সালে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার ৯৯ নম্বর মামলা মূলে উত্তর হালিশহর সিট নম্বর ০৮, জে এল নম্বর ০৯, বিএস দাগ নম্বর ৬৫০১, ৬৫০২ ও ৬৫০৩ খতিয়ান নম্বর ০২ জায়গাটি রেলওয়ে অধিগ্রহণ করে। তবে ওই জমির পাশে চট্টগ্রাম ওয়াসার কিছু নিজস্ব জমিও রয়েছে। তাদের নিজস্ব জমিতে ওয়াটার ট্রিটমেন্টের সুয়ারেজ প্রকল্প স্থাপন করার নামে পাশে থাকা রেলওয়ের সাড়ে ৪ একর জমিও ওয়াসা অবৈধভাবে দখল নিয়ে সুয়ারেজ প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম ওয়াসা কাজ করছে। আরও জানা গেছে, সেখানে বর্তমানে শতকপ্রতি বাজারমূল্য ২০-২৫ লাখ টাকা। ৪০০ শতক বা ৪ একর জমির মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এই জায়গাটি রেলওয়ে প্রশাসন সরেজমিন দেখতে পায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ আরসিসি পিলার দ্বারা দেয়াল নির্মাণের মাধ্যমে রেললাইন বন্ধ করে দিয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর