বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ রবিউল আউয়াল (চাঁদ দেখা সাপেক্ষে ৩০ অক্টোবর শুক্রবার) করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পর্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. নূরুল ইসলাম। সভায় ধর্ম সচিব জানান, এ বছর স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন পক্ষকালব্যাপী হজরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচির আয়োজন করবে। শিশু একাডেমিতে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,  বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সব স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। রাজধানীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইটপোস্টে জাতীয় পতাকা ও কালিমা তায়্যিবা লিখিত ব্যানার প্রদর্শনের ব্যবস্থা করা হবে। গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হবে। সারা দেশে বিভাগ,  জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা, সশস্ত্র বাহিনী বিভাগ,  বেসরকারি সংস্থাসমূহে হজরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের ওপর সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর