বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

প্রাথমিকে প্যানেল থেকে নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

২০১৮ সালে সরকারি প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্যানেল করে নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতর, মিরপুরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকরিপ্রার্থীরা। গতকাল  থেকে এ কর্মসূচি শুরু করছেন নিয়োগপ্রত্যাশীরা। নিয়োগপ্রত্যাশীরা বলেন, ২০১৮ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রথম সারা দেশ থেকে প্রায় ২৪ লাখ পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য হতে ৫৫ হাজার ২৯৫ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, যা মোট প্রার্থীর মাত্র ২ দশমিক ৩  শতাংশ। তারা বলেন, বর্তমানে সরকারি প্রাথমিকে চরম শিক্ষক সংকট বিদ্যমান। এদিকে করোনার কারণে নিয়োগ প্রক্রিয়াও শুরু করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, মুজিববর্ষে কেউ বেকার থাকবে না। মুজিববর্ষে এই ৩৭ হাজার চাকরি প্রার্থীকে প্যানেল করে নিয়োগ দিলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অনেকাংশ বাস্তবায়ন হবে।

 অবস্থান কর্মসূচিতে প্যানেল প্রত্যাশী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হাসান, মো. আব্দুর রহিম, আবু হাসান প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর