বুধবার, ১৪ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতি অনুষ্ঠান

সাংস্কৃতিক প্রতিবেদক

ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী সাংস্কৃতি অনুষ্ঠান

আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ করেছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ। ‘নারী ধর্ষণ ও নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো’ আহ্বানে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সমাবেশ। গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য অনন্যা লাবণী পুতুল, মহিলা পরিষদ নেত্রী দীপ্তি রানী, অধ্যাপক ড. নিগার চৌধুরী, চারুশিল্পী সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী প্রমুখ। অবিলম্বে ধর্ষকদের মৃত্যুদন্ড প্রদানের দাবি জানিয়ে প্রতিবাদী এ আয়োজনে সংগীত পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদভুক্ত বিভিন্ন দলের শিল্পীরা। সংগীত পরিবেশন করেন সমর বড়ুয়া, অলক দাসগুপ্ত, আরিফ রহমান, সুরাইয়া পারভীন, আবিদা রহমান সেতু, মাহজাবিন রহমান শাওলী, নবনীতা জাইদ চৌধুরী, শ্রাবণী গুহ রায়, শিমুল সাহা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর