বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বাড়ছে নারীর প্রতি সহিংসতা

চট্টগ্রামে খুন ধর্ষণ গণধর্ষণ অপহরণ যৌতুক ও আত্মহত্যার মাত্রা চরমে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাড়ছে নারীর প্রতি সহিংসতা

নারীর প্রতি সহিংসতা বাড়ছে চট্টগ্রামে। নারীদের খুন, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ অপচেষ্টা, অপহরণ, যৌতুক এবং অপমানে আত্মহত্যার মতো ঘটনা বেড়েই চলেছে। চলতি বছরের প্রথম ৬ মাসের চেয়ে পরবর্তী ৩ মাসে এ ধরনের ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। এক বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধাদের ওপর চালানো এক জরিপে সহিংসতার ভয়াবহ চিত্র ওঠে এসেছে। করোনাকালীন নারীরা সহিংস ঘটনার শিকার হচ্ছেন বেশি- এমন তথ্য জানা গেছে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার জরিপ থেকে। ফলে বিষয়টি সাধারণ অভিভাবক থেকে সমাজসচেতন মানুষকে উদ্বিঘ্ন করে তুলেছে। নারী অধিকার নিয়ে কর্মরত সম্মিলিত সংস্থা নারী যোগাযোগ কেন্দ্রের এক জরিপের তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে ১৪৬টি। এরমধ্যে একক ধর্ষণের ঘটনা ২৭টি, গণধর্ষণের ১০টি, ধর্ষণচেষ্টা ৮টি, গৃহবধূ, গৃহকর্মী ও তরুণীর রহস্যজনক মৃত্যু ১৮টি, গৃহবধূ ও পোশাক শ্রমিক খুন ১৪টি, আত্মহত্যা ২০টি, যৌন হয়রানির ঘটনা ১৭টি, খুনের প্রচেষ্টা ৩টি, তরুণী অপহরণ ৩টি উল্লেখযোগ্য। এর বাইরে পারিবারিক কলহ, প্রেমঘটিত, শারীরিক নির্যাতন, সাইবার ক্রাইমসহ আরও কিছু নারীবিদ্বেষী ঘটনা রয়েছে। এই ৬ মাসের ১৪৬টি ঘটনার মধ্যে মামলা হয়েছে ৮৯টি ঘটনায়, অন্য ঘটনাগুলোর কোনো মামলা রেকর্ড হয়নি। এদিকে গত জুলাই থেকে সেপ্টেম্বর এই ৩ মাসে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে আগের ৬ মাসের চেয়ে কিছুটা বেশি। গত তিন মাসে নারী খুন, ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ অপচেষ্টা, অপহরণ, যৌতুক ও আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে ৭৮টি। এরমধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২৪টি, হত্যা ১০টি, আত্মহত্যা ১২টি এবং যৌন হয়রানির মতো ঘটনা রয়েছে ৩টি। আগের একই মাত্রায় নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটলেও শেষ ৩ মাসে ঘটার কথা জানানো হয়েছে ৬২টি। কিন্তু বাস্তবে ঘটছে ৭৮টি।

 এর বাইরে আরও অনেক ঘটনার ধামাচাপা দেওয়া হয় এবং জনসম্মুখে বা গণমাধ্যমে আসে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। নারী যোগাযোগ কেন্দ্রের সমন্বয়ক রীপা পালিত বলেন, নারীর প্রতি সহিংস ঘটনা এখন দিন দিন বাড়ছে। আমরা যেসব ঘটনার তথ্য পেয়ে থাকি তা যথাযথ নয়। এর বাইরে আরও অনেক ঘটনার কথা আমরা বা সমাজ বা মিডিয়ার লোকেরা জানতে পারেন না। অনেক ঘটনার কোনো মামলা বা সাধারণ ডায়রিই হয় না থানায়। ফলে বিষয়গুলো আর রেকর্ডভুক্ত হয় না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর