বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
বরগুনায় রিফাত হত্যা

১৪ অপ্রাপ্তবয়স্ক আসামির রায় ২৭ অক্টোবর

বরগুনা প্রতিনিধি

আগামী ২৭ অক্টোবর বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায়ের তারিখ ঘোষণা করা হয়েছে। গতকাল যুক্তিতর্ক শেষে বরগুনা জেলা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ তারিখ ঘোষণা করেন। সন্তোষ প্রকাশ করেছেন নিহত রিফাতের বাবা আ. হালিম দুলাল শরীফ। এদিকে আদালতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন। এর আগে রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সব আসামির পক্ষে বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। মামলার ধার্য তারিখ থাকায় সকাল ৯টার দিকে আদালতে হাজির হন এ মামলায় জামিনে থাকা  ৮ অপ্রাপ্তবয়স্ক আসামি। এরপর কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় কারাগারের শিশু ওয়ার্ডে থাকা ছয় আসামিকেও। সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীব ীবরগুনার শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী এই মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। এরপর যুক্তিতর্ক শেষ হলে আগামী ২৭ অক্টোবর আলোচিত হত্যা মামলার রায়ের দিন ধার্য করে আদালত।’

রায়ের তারিখ নির্ধারণ হওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন নিহত রিফাত শরীফের বাবা আ. হালিম দুলাল শরীফ। তিনি বলেন, অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে রায়ের দিন নির্ধারিত করেছে আদালত। আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে যাতে রায় দ্রুত কার্যকর হয় সেই প্রত্যাশা করি।

রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলো রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ্ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), মো. নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬), আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর