বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
পুলিশ বক্সে হামলা

চট্টগ্রামে নব্য জেএমবির ছয় সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের দুই নম্বর গেটে পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় জড়িত আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়ার কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৯), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলাউদ্দিন (২৪)। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য। তারা নগরের দুই নম্বর গেটে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত। এর আগেও এ হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত ১০ জনেরই বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া উপজেলায়। সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, ‘লোহাগাড়া, কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে দুই নম্বর গেটে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য। প্রাথমিক  জিজ্ঞাসাবাদে পুলিশ বক্সে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা তারা স্বীকার করেছে।’ গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর দুই নম্বর গেটে পুলিশ বক্সে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলায় সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ পাঁচজন আহত হন।

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গত মে মাসে সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা হাদুরপাড়া এলাকার মো. সাইফুল্লাহ (২৪), দক্ষিণ মারফলা এলাকার মো. এমরান (২৫) ও উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মো. আবু সালেহকে (২৫) গ্রেফতার করা হয়েছিল। এদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। পুলিশ বক্সে হামলার ঘটনায় হামলার সঙ্গে সরাসরি সাতজনের জড়িত থাকার তথ্য পায় তদন্ত সংস্থা। তবে তাদের গ্রুপে ১২ জন সদস্য অন্তর্ভুক্ত। ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তারা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হামলার বিস্তারিত জানিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর