বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ওয়াসা এমডির পদে পুনর্নিয়োগের প্রশ্নে আদেশ রবিবার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের পুনর্নিয়োগের বৈধতা প্রশ্নে হাই কোর্টের আদেশ জানা যাবে আগামী রবিবার। এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি শেষে গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ঠিক করে। আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর আহমেদ ও আবদল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।ওয়াসার পরিচালনা পর্ষদ তাকসিম এ খানকে এমডি হিসেবে পুনর্নিয়োগ দেওয়ার প্রস্তাব দিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ ২৪ সেপ্টেম্বর একটি রিট আবেদন করেন। সেই শুনানি হওয়ার আগেই সরকার ১ অক্টোবর সে প্রস্তাব অনুমোদন করে তাকসিমকে আরও তিন বছর এমডি রাখার সিদ্ধান্ত দেয়। আইনজীবী তানভীর আহমেদ বলেন, নিয়োগ অনুমোদন করার পর বুধবার অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি সম্পূরক আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়েছে। আগামী রবিবার আদেশ দেওয়া হবে।

ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের আহ্বানে গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা বোর্ডের সভা হয়। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য পুনর্নিয়োগের প্রস্তাব স্থানীর সরকার বিভাগে পাঠানোর বিষয়টি ছিল ওই সভার একমাত্র আলোচ্য বিষয়। ওই সভায় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ষষ্ঠবারের মতো তাকসিম এ খানকে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর