বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নির্বাচিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক

নির্বাচিতদের তালিকা প্রকাশের প্রায় ১০ মাস অতিবাহিত হতে চলছে। অথচ নিয়োগপত্র না দেওয়ায় হতাশায় দিনাতিপাত করছেন এক হাজার ৬৫০ জন নির্বাচিত উপসহকারী কৃষি কর্মকর্তা। আগামী এক সপ্তাহের মধ্যে নিয়োগ প্রদানের দাবি জানিয়েছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘সুপারিশপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা-২০২০ সমন্বয় কমিটি’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সমন্বয় কমিটির আহ্বায়ক আবুল বাশার, সদস্য সচিব আহসান উদ্দিন, প্রধান উপদেষ্টা শহীদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির উপদেষ্টা মেহেদী হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীনে ২০১৮ সালের ২৩ জানুয়ারি  ১ হাজার ৬৫০ উপসহকারী কৃষি কর্মকর্তা পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত বছরের আগস্টে প্রিলিমিনারি, সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা এবং ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে গত ১৭ জানুয়ারি নির্বাচিতদের তালিকা প্রকাশ করে। কিন্তু এরপর প্রায় ১০ মাস অতিবাহিত হতে চললেও অদৃশ্য কারণে নিয়োগ দেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর