বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চীনা টিকার পরীক্ষায় অর্থায়ন করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল বলেছেন, সরকার বাংলাদেশে চীনের সিনোভ্যাক বায়োটেক দ্বারা উদ্ভাবিত করোনভাইরাসের একটি সম্ভাব্য টিকার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় অর্থায়ন করবে না।

সিনোভ্যাক সরকারকে বাংলাদেশে টিকার পরীক্ষার জন্য অর্থায়নের অনুরোধ করার কয়েক সপ্তাহ পর তিনি এই মন্তব্য করলেন। জাহিদ মালেক বলেন, ‘আমরা অর্থায়ন করছি না। এটি চুক্তিতে  ছিল না। তারা যখন আমাদের কাছে এসেছিল তখন টাকা চায়নি। চুক্তি অনুসারে, তারা পরীক্ষার সমস্ত ব্যয় বহন করবে, আমাদের ১ লাখ ১০ হাজার টিকা বিনামূল্যে দেবে এবং তারা উৎপাদনের প্রযুক্তিটি আমাদের সঙ্গে ভাগ করে নেবে- যাতে আমাদের ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলো টিকা তৈরি করতে পারে, এমনটাই কথা ছিল।’ স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনোভ্যাক এখনো তাদের নিজস্ব অর্থায়নে টিকার পরীক্ষা করতে পারে।

তবে আমরা একটি বেসরকারি সংস্থার সঙ্গে অর্থায়নের মাধ্যমে টিকার পরীক্ষা করতে পারি না। সহ-অর্থায়নের জন্য আমাদের সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর