শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

৩০ বছর ধরে একক নিয়ন্ত্রণ সক্রিয় সিন্ডিকেটও

বরিশালে স্বাস্থ্য খাতে কেনাকাটা

রাহাত খান, বরিশাল

বরিশালে স্বাস্থ্য খাতের সিন্ডিকেট এখনো সক্রিয়। ৩০ বছর ধরে বরিশালের একজন ব্যক্তি ও তার স্ত্রী-সন্তানের নামে চারটি লাইসেন্সে নিয়ন্ত্রিত হচ্ছে বিভাগের ছয় জেলার সিভিল সার্জন অফিসসহ স্বাস্থ্য খাতের যাবতীয় কেনাকাটা। বিএনপি কিংবা আওয়ামী লীগ যে দলই ক্ষমতায় থাকুক তার সিন্ডিকেট অক্ষত। বিএনপি সরকারের আমলে বিভাগের ছয় জেলা ও মহানগর বিএনপির নীতিনির্ধারক এবং বর্তমান সরকারের আমলে স্ব-স্ব জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে মোটা অঙ্কের পার্সেন্টেজ দিয়ে স্বাস্থ্য খাতের যাবতীয় টেন্ডার বাগিয়ে নিচ্ছেন বরিশালের এই ওষুধ ব্যবসায়ী এস কে পিপলাই। তার নিজের নামে দুটি আহসান ব্রাদার্স ও পিপলাই এন্টারপ্রাইজ, ছেলের নামে বাপ্পী ইন্টারন্যাশনাল এবং স্ত্রীর নামে মুন্নী এন্টারপ্রাইজ নামে চারটি লাইসেন্স রয়েছে। গত ৩০ বছর ধরে তিনি বরিশাল বিভাগের ছয় জেলার স্বাস্থ্য খাতের সব কেনাকাটা নিয়ন্ত্রণ করছেন। প্রতিযোগিতামূলক টেন্ডার হলেও ওই ব্যক্তিই কাজ বাগিয়ে সবাইকে অবাক করে দিচ্ছেন। ৯১ সাল থেকে বিএনপি আমলেই শুরু হয় তার সিন্ডিকেট। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, বরিশালের স্বাস্থ্য খাতের কেনাকাটা নিয়ে আমাকে কেউ কোনো দিন প্রশ্ন করেনি। ওসব বিষয় আমার নলেজেও নেই। সিভিল সার্জনরা টেন্ডারের মাধ্যমে কেনাকাটা করে থাকেন। পরিচালক কার্যালয়ের সঙ্গে জড়িত নয়। স্বাস্থ্য খাতের কেনাকাটায় সিন্ডিকেটের কোনো অভিযোগ এলে তদন্ত করে দেখব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর