শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হতে এত লোভ!

নিয়মিতই চলে মারামারি বিস্তর অভিযোগ শিক্ষা বোর্ডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব মূলত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থা তদারকি, লেখাপড়ার মান নিশ্চিত করা। কিন্তু এখন সেই পদটি যেন সোনার ডিমপাড়া হাঁস। পদে আসতে বিভিন্ন জায়গা চলছে জালিয়াতি আর মারামারি। বিস্তর অভিযোগ জমা পড়েছে শিক্ষা বোর্ডে।   শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন নিয়ে কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, স্কুল বা কলেজ পরিচালনা কমিটির সভাপতি হন অনেকে সামাজিক মর্যাদার জন্য। এখন এটি আর্থিক সুবিধা, ক্ষমতা হয়ে দাঁড়িয়েছে। এখনো জনপ্রতিনিধিদের সুপারিশে স্কুল বা কলেজ পরিচালনা কমিটির সভাপতি হন। রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন জানান, ‘কমিটি গঠনকে কেন্দ্র করে বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসে। বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়।’

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক বিষয় দেখভাল করবে কমিটি। কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি অনেক আন্তরিক। সম্প্রতি রাজশাহী মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠনে জালিয়াতির ঘটনা ঘটেছে। এ জালিয়াতিতে অধ্যক্ষের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

এর আগে রাজশাহী শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শ্বক তদন্তভার দেন রাজশাহী সিটি করপোরেশনের সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহকে। তদন্ত শেষে তিন পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষের অনিয়ম জালিয়াতির তথ্য-প্রমাণ পান তিনি। সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ জানান, ‘যে নিয়মে কমিটি হওয়ার কথা ছিল, সে নিয়ম মানা হয়নি।’ তবে ব্যতিক্রমী কিছু সভাপতি আর্থিক সুবিধার জন্য পদ নেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর