শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বহিষ্কৃতদের দিয়ে সরকার এসব করাচ্ছে : নূর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

‘ছাত্র অধিকার পরিষদ’ ভেঙে নতুন কমিটি গঠনের পর নুরুল হক নূর বলেছেন, সরকার তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য বহিষ্কৃতদের দিয়ে এগুলো করাচ্ছে। ওইখানে ছাত্র অধিকার পরিষদের কেউ নেই। এ পি এম সুহেল আমাদের ছাত্র অধিকার পরিষদে ছিল এক সময়। তাকে মে মাসে বহিষ্কার করা হয়েছে। আমাদের রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য, আমরা যেহেতু বর্তমান সরকারের বিরুদ্ধে গণ-আন্দোলনের ডাক দিয়েছি, মানুষকে সংগঠিত করার জন্য কাজ করে যাচ্ছি- সরকার আমাদের এই রাজনৈতিক অবস্থানকে নষ্ট করার জন্য, আমাদের প্রশ্নবিদ্ধ করার জন্য, টাকান্ডপয়সা খরচ করে তাদের কিছু অনুসারী দিয়ে এগুলো করাচ্ছে। এখানে ছাত্র অধিকার পরিষদের কেউ নেই।’

ধর্ষণের অভিযোগ ওঠার পর পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে সাময়িক অব্যাহতি দেওয়ার পর সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে আসেন পরিষদের যুগ্মন্ডআহ্বায়ক রাশেদ খাঁন। ছাত্র অধিকার পরিষদে কোনো ভাঙন ধরেনি দাবি করে তিনি বলেন, ‘আমাদের মূল চার নেতার মধ্যে যদি একজনও আলাদা অংশে থাকতেন, তাহলে সেটিকে ভাঙন বলা যেত। এখন যিনি আলাদা অংশে রয়েছেন, তিনি গত মে মাসেই সংগঠন পরিপন্থী কাজে যুক্ত থাকার অপরাধে বহিষ্কৃত হয়েছেন। তাদের নিয়ে আমরা ভাবছি না। সে তো আমাদের সংগঠনে নেই।’ সংবাদ সম্মেলনে করা অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে যারা ছিলেন, তারা ছাত্র অধিকার পরিষদের কেউই নন। সুতরাং তারা নানা ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইবেন, এটাই স্বাভাবিক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর