শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ধর্মীয় অনুভূতিতে আঘাতে সাত বছরের কারাদন্ড

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলা

আদালত প্রতিবেদক

ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দায়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় সুজন দে নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি ১ হাজার টাকা জারিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। এরপর  সাজা পরোয়ানা দিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওই ট্র্যাইব্যুনালের পেশকার শামীম আল মামুন জানান, রায় ঘোষণার আগে এ মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় আসামিকে সাত বছর কারাদ- দিয়েছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১০ মে ‘জানা অজানা’ নামের একটি ফেসবুক আইডি থেকে আসামি সুজন দে ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর স্ট্যাটাস দেন। এ ঘটনায় রাঙামাটির লংগদু থানায় সুজন দের বিরুদ্ধে মামলা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর